শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে জিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে কোয়ার্টার ফাইনালের জায়গা করে নিয়েছিল সুইজারল্যান্ড। এবার শেষ আটের ম্যাচে আবার সেই পেনাল্টি শ্যুটআউটেই বিদায় নিতে হলো তাদের। টাইব্রেকারে তিনটি গোল মিসের মাশুল দিয়ে ৩-১ ব্যবধানে হেরে গেছে তারা। সারা ম্যাচে দুর্দান্ত খেলার পর টাইব্রেকার জিতে চলতি ইউরো কাপের প্রথম দল হিসেবে সেমির টিকিট পেল স্পেন।
ইউরো-২০২০ শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়েছে সুইজারল্যান্ডকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়েও এই সমতা ভাঙে না। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ ব্যবধানে সুইসদের হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় স্পেন।
সেন্ট পিটার্সবার্গে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮ মিনিটেই লিড নেয় স্পেন। আর বিরতির পর সুইস তারকা জারদান শাকিরি স্পেনের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন। তাতে ম্যাচে ফেরে সমতা। কিন্তু ৭৭ মিনিটে দশজনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এ সময় সরাসারি লাল কার্ড দেখে বিদায় নেন রেমো ফ্রেউলার। বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ড।
১০ জন নিয়ে খেলেও ৯০ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখে তারা। এমনকি অতিরিক্ত সময়েও স্পেনকে জালের নাগাল পেতে দেয়নি তারা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ৩-১ ব্যবধানে সুইসদের হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় স্পেন।
🇪🇸 Spain will play Belgium or Italy for a place in the #EURO2020 final!
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021
Vargas slams over!
🇪🇸 ❌✅❌✅
🇨🇭 ✅❌❌❌#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021