চলমান ইউরোতে ডেনিশ রূপকথা চলছেই। অপ্রত্যাশিতভাবে তারা শেষ ষোলোতে উঠেছিল। এরপর শেষ ষোলেতে ওয়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। আর এবার কোয়ার্টার ফাইনালে চেকপ্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ২৯ বছর পর সেমিফাইনালে পৌঁছে গেছে ডেনিশরা।
⏰ RESULT ⏰
🇩🇰 1992 champions Denmark reach their first EURO semi-final in 29 years 👏
🇨🇿 Czech Republic eliminated in last 8🤔 Who impressed you? #EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) July 3, 2021
বাকু অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। মাত্র ৫ মিনিটের মাথায় ডেনমার্ককে এগিয়ে দেন থমাস ডেলানি। এরপর ৪২ মিনিটে বাঁ দিক থেকে জোয়াকিম মাহলের উঁচু পাসে ডলবার্গ পা ছুয়ে বল জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় ডেনিশরা।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিক। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। গোলও পেয়ে যায় চার মিনিটের মাথায়। ভ্লাদিমির সৌফলের ক্রস ধরে ডান পায়ের অসাধারণ ভলিতে ব্যবধান ২-১ করেন প্যাট্রিক শিক।
কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে লড়াইয়ে ফিরলেও হার বাঁচাতে না পারায় বিদায় নিতেই হলো চেকদের। আর তাতেই ১৯৯২ সালের পর দ্বিতীয়বারের মত সেমিতে উঠে যায় ডেনিশরা।
🇩🇰 Denmark reach first semi-final since 1992 👏
🔑 Key to their success = ______#EURO2020 | #DEN pic.twitter.com/VwkOIRawc6
— UEFA EURO 2020 (@EURO2020) July 3, 2021