1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

উত্তেজনাকর ম্যাচে চেকদের হারিয়ে ২৯ বছর পর সেমিতে ডেনমার্ক

  • প্রকাশিত: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৯৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

চলমান ইউরোতে ডেনিশ রূপকথা চলছেই। অপ্রত্যাশিতভাবে তারা শেষ ষোলোতে উঠেছিল। এরপর শেষ ষোলেতে ওয়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। আর এবার কোয়ার্টার ফাইনালে চেকপ্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ২৯ বছর পর সেমিফাইনালে পৌঁছে গেছে ডেনিশরা।

বাকু অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। মাত্র ৫ মিনিটের মাথায় ডেনমার্ককে এগিয়ে দেন থমাস ডেলানি। এরপর ৪২ মিনিটে বাঁ দিক থেকে জোয়াকিম মাহলের উঁচু পাসে ডলবার্গ পা ছুয়ে বল জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় ডেনিশরা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিক। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। গোলও পেয়ে যায় চার মিনিটের মাথায়। ভ্লাদিমির সৌফলের ক্রস ধরে ডান পায়ের অসাধারণ ভলিতে ব্যবধান ২-১ করেন প্যাট্রিক শিক।

কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে লড়াইয়ে ফিরলেও হার বাঁচাতে না পারায় বিদায় নিতেই হলো চেকদের। আর তাতেই ১৯৯২ সালের পর দ্বিতীয়বারের মত সেমিতে উঠে যায় ডেনিশরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST