1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

বড় জয়ে ইতিহাস গড়ে ২৫ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড

  • প্রকাশিত: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৭৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২৫ বছর পর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।

সবশেষ ইংলিশরা ১৯৯৬ সালে সেমিফাইনাল খেলেছিল। সেমিতে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জার্মানির কাছে হেরেছিল। এরপর গেল ২৫ বছরেও আর শেষ চারে জায়গা করে নিতে পারেনি থ্রি লায়ন্সরা।

Advertisements

কোন টুর্নামেন্টের নকআউটে দ্বিতীয়বার ৪ গোল দিয়েছে ইংল্যান্ড। তবে নিজেদের ইতিহাসে এবারই প্রথম তারা ৪-০ গোলে জিতেছে। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে জার্মানিকে নকআউটে ৪ গোল দিয়েছিল ইংলিশরা। তবে ব্যবধান ছিল ৪-২ গোলের।

শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেন। এছাড়া হেন্ডারসন ও হ্যারি মাগুইর গোল করেন।

চলতি ইউরোতে পাঁচ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করলো ইংল্যান্ড। পক্ষান্তরে একটি গোলও হজম করেনি তারা। সেমিফাইনালে আগামী মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠ ওয়েম্বলিতে তারা ডেনমার্কের মুখোমুখি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST