আরও একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন লিওনেল মেসি। প্রায় একা হাতে জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনাকে তুললেন সেমিফাইনালে। প্রথমে জোড়া গোল করালেন দুই সতীর্থকে, পরে নিজেই করলেন ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল।
মেসির এক গোল আর জোড়া এসিস্টের ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেলো আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ উরুগুয়েকে বিদায় করে সেমির টিকিট পাওয়া কলম্বিয়া।
¡Bombazo! Lionel Messi la clavó de tiro libre para el 3-0 final de @Argentina sobre @LaTri
🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/FcvQrHuRka
— Copa América (@CopaAmerica) July 4, 2021
¡Qué pase del 🔟! Rodrigo De Paul recibió una gran asistencia de Lionel Messi y abrió el marcador para @Argentina
🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/3j3EGQTShI
— Copa América (@CopaAmerica) July 4, 2021
¡Otro pase de Messi! El 10 dejó libre a Lautaro Martínez para el 2-0 de @Argentina sobre @LaTri
🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/y16BIbaIqL
— Copa América (@CopaAmerica) July 4, 2021
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই সাবধানী শুরু করে আর্জেন্টিনা। লাউটারো মার্টিনেজ গোলরক্ষককে ফাঁকি দিয়ে এগিয়ে গেলেও গোলমুখে নেওয়া তার শট আটকে দর্ন ইকুয়েডরের এক ডিফেন্ডার।
৪০তম মিনিটে ডি পলের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের বাম পাশ থেকে বাড়ানো মেসির পাস ঠান্ডা মাথায় জালে জড়ান রোদ্রিগো ডি পল।
৮৪তম মিনিটে লাউটারো মার্টিনেজের গোলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। এবারও গোলে সহায়তা করেন মেসি। শেষ দিকে পাওয়া ফ্রি কিক থেকে দর্শনীয় এক গোলে দলের জয় নিশ্চিত করেন মেসি।