ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কোপায় আর্জেন্টিনার এটি ১৫তম শিরোপা জয়।
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এই মর্যাদার লড়াইয়ে খেলার ২২ মিনিটে ডি মারিয়ার করা একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা।
দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসার ঘটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
¡FINAL DEL PARTIDO! @Argentina venció 1-0 a Brasil con gol de Ángel Di María
FIM DO JOGO! Argentina venceu por 1-0 do @cbf_futebol com gol de Ángel Di María
🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/v1VF5parZ8
— Copa América (@CopaAmerica) July 11, 2021