1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

টিকা নিয়ে জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৬৭৬ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মডার্নার টিকা নিয়ে জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁর  স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তিনি বলেছেন, ম্যাডাম (খালেদা জিয়া) কভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। টিকা নেওয়ার কারণে সামান্য জ্বর এসেছে তাঁর।

বুধবার (২১ জুলাই) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা শুনে তাকে দেখতে গুলশানের বাসভবন ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তারা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দীর্ঘ এক বছর পর নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর আগে করোনার টিকা নিতে গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন খালেদা জিয়া। ১৮ জুলাই তার ফোনে টিকার নেওয়ার এসএমএস আসে। সে অনুযায়ী ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন খালেদা জিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST