1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন

  • প্রকাশিত: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৮০ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত তাকে আইসোলেশনে রাখা হয়েছে। ক্রিকেটের নতুন ফরম্যাট ‘দ্য হান্ড্রেড’-এ ‘লন্ডন স্পিরিট’ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ার্ন। সেই দলের কারও মাধ্যমেই হয়তো তিনি সংক্রমিত হয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘লন্ডন স্পিরিট’-এর টিম ম্যানেজমেন্টের আরও এক সদস্য করোনা পজিটিভ। বর্তমানে তিনিও আইসোলেশনে আছেন। জানা গেছে, রবিবার সকাল থেকেই শারীরিক সমস্যা বোধ করেন সাবেক অজি তারকা বোলার। এরপর চিকিৎসকরে পরামর্শ নেন তিনি। করোনা পরীক্ষা হলে, রিপোর্ট পজিটিভ আসে।

‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে শেন ওয়ার্ন হলেন কোনো দলের দ্বিতীয় প্রধান কোচ, যিনি করোনা পজিটভ হয়েছেন। এর আগে ‘ট্রেন্ড রকেটেস’-এর প্রধান কোচ সাবেক জিম্বাবুয়ে তারকা অ্যান্ডি ফ্লাওয়ারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ওয়ার্নারের ‘লন্ডন স্পিরিট’। যার মধ্যে দুটিতে হেরেছেন তারা। একটি ম্যাচ ড্র হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST