অনলাইন ডেস্ক
রাজধানীতে অভিযান চালিয়ে এক অভিনেত্রী ও দুই মডেলকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হয়। এরা হলেন, অভিনেত্রী শিলা হাসান ও মডেল মৌ আক্তার।
রাত ১০টার দিকে তাদের বাসায় অভিযান চালায় পুলিশ। তাদের কাছে মাদক পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ থেকে ফারিয়া মাহাবুব পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালানো হয়। প্রায় একই সময় অভিযান চলে অভিনেত্রী শিলা হাসান ও মডেল মৌ আক্তারের বাসায়। মডেল মৌ আক্তারের মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের একটি দায়িত্বশীল ওই তিনজনকে আটক করার কথা নিশ্চিত করেছে। অভিযানে মাদক উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
এছাড়াও একই রাতে মডেল পিয়াসাকে ও আটক করেছে ডিবি পুলিশ। তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এর আগে শনিবার গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা একাকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকেও বাসা থেকেও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম বলেন, চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি নায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।