1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

৩০ নম্বর জার্সি পরতে মেসিকে পিএসজির প্রস্তাব

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৯৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখন পিএসজিতে যোগদান করছেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পিএসজিতে যাচ্ছেন মেসি- এমনটিই বলছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। এমন গুঞ্জনের মাঝেই মেসিকে ৩০ নম্বর জার্সি পরার জন্য প্রস্তাব জানিয়েছে পিএসজি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পিএসজিতে থাকা ব্রাজিলীয় তারকা নেইমার বন্ধু মেসিকে দশ নম্বর জার্সিটি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, এই প্রস্তাবে রাজি হননি মেসি। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে। বার্সেলোনায় সর্বশেষ দশ নম্বর জার্সি পড়লেও, ক্লাবটিতে আরো দুইটি নম্বরের জার্সি গায়ে দিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। একটি ৩০ এবং অপরটি ১৯। এই দুইটি নম্বরের মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন মেসি। তবে ৩০ নম্বর জার্সিটি পছন্দের ক্ষেত্রে এগিয়ে থাকবে বলে জানা গেছে।

মেসিকে ৩০ নম্বর জার্সি প্রস্তাব করার পেছনে কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। তাই এই জার্সি পরেই ক্যারিয়ার শেষ করতে পারেন মেসি। পিএসজির সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। চুক্তি হলে তখনই জানা যাবে মেসি কত নম্বর জার্সি পরবেন!

সূত্র: মার্কা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST