চীনের তৈরি সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার করোনার টিকা আসছে ঢাকায় আসছে। আজ বুধবার ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এক ফেসবুক বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক বার্তায় উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১ দশমিক ৭৭ মিলিয়ন ডোজ করোনা টিকা আসছে। বেশি বেইজিং থেকে আজ বুধবার সকাল ৭টা ২০মিনিটে রওনা দিয়েছে। এমিরেটসের বিমান দিয়ে দোয়া হয়ে ওই টিকাগুলো ঢাকায় আসবে।
এর আগে গতকাল কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাতে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।