1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

পিএসজি-র হয়ে অবশেষে অভিষেক মেসির

  • প্রকাশিত: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৫১২ পড়া হয়েছে
লিগ ওয়ানে অভিষেক মেসির। ছবি রয়টার্স।
অনলাইন ডেস্ক

অবশেষে পিএসজি-র জার্সি গায়ে খেলতে নামলেন লিয়োনেল মেসি। রবিবার রাতে রেইমসের বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নামলেন আর্জেন্টিনার মহা তারকা। কিছুদিন আগেই পিএসজি কোচ মাউরিসিয়ো পোচেতিনো জানিয়ে দিয়েছিলেন রবিবারের ম্যাচে দলে থাকবেন মেসি। আর সেটাই সত্যি হল। শুরু থেকে না হলেও ম্যাচের ৬৬ মিনিটে নেমারের পরিবর্ত হিসেবে নামেন তিনি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

মেসি নিজেও এই দিনের অপেক্ষাতেই ছিলেন। জানিয়েছিলেন পিএসজি-র জার্সিতে নামতে উদগ্রীব তিনি।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সঁ জঁ-তে এসেছেন মেসি। আপাতত দু’বছরের জন্য নেমার-এমবাপেদের ক্লাবে খেলবেন তিনি। তবে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। ২০২৪ সাল পর্যন্ত ৩০ নম্বর জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

রবিবার প্রথম ম্যাচে খেলতে নামলেও এর আগে দলের খেলা গ্যালারি থেকে উপভোগ করেছেন মেসি। গ্যালারিতে বসে সতীর্থদের জয় উপভোগ করেছিলেন। আর এবার মাঠে নেমে পড়লেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST