তালেবানদের কাবুল দখলের পর আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে ১৫ জনকে আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কাবুল থেকে এসব নাগরিক বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।
মঙ্গলবার ( ৩১ আগস্ট) দোহা থেকে ভাড়া করা একটি ফ্লাইটে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন।
আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন।
এদিকে ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিন জন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন