1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

অবশেষে মাদক মামলায় জামিন পেলেন পরীমণি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৫৩৭ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
পরীমনির ফেসবুক পেজ থেকে সংগৃহীত
অনলাইন ডেস্ক

মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন

মাদক মামলায় জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ২টায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গত ২২ আগস্ট পরীমণির পক্ষে জামিন আবেদন করা হলে মহানগর দায়রা জজ আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরদিন আরেক আবেদনে “দ্রুত শুনানির” আবেদন জানান তার আইনজীবী মজিবুর রহমান। পরে কোনো সাড়া না পেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে রিট ও জামিন আবেদন করেন তিনি।

এর প্রেক্ষিতে রুল জারি করেন হাইকোর্ট। রুলে ২১ দিন পর আদেশ দেবে, এটা জামিন আবেদনটি খারিজ করার শামিল, বলা হয়। একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর বিচারিক আদালতের আদেশ দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে মদ ও মাদক জব্দ করা হয়। পরদিন র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST