1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

আজ থেকে আবারও বাড়ছে গ্যাসের দাম

  • প্রকাশিত: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

এর আগে গত মাসেই এলপিজি গ্যাসের দাম ১০২ টাকা বাড়ানো হয়েছিল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য ঘোষণা করায় আজ বুধবার (১ সেপ্টেম্বর) থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে।

নতুন মূল্য অনুসারে, বুধবার (১ সেপ্টেম্বর) থেকে ১২ কেজি এলপিজির জন্য ভোক্তাদের ৯৯৩ টাকার বদলে ১ হাজার ৩৩ টাকা দিতে হবে।

গত মাসেও একই পরিমাণ এলপিজির দাম ১০২ টাকা এবং একই হারে অন্যান্য গ্যাসের দামও বাড়ানো হয়েছিল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, এলপিজির নতুন দাম সৌদি চুক্তি মূল্যের (সিপি) সঙ্গে সমন্বয় করে ঘোষণা করা হয়েছে। কারণ স্থানীয় এলপিজি অপারেটররা মধ্যপ্রাচ্য থেকে বাল্ক পেট্রোলিয়াম গ্যাস আমদানি করে থাকে।

বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, “যেহেতু সৌদি সিপির দাম আন্তর্জাতিকভাবে বেড়েছে, তাই আমাদের নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে সেটি অনুসরণ করতে হবে।”

তবে রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির এলপিজির সাড়ে ১২ কেজির দাম ৫৯১ টাকাই থাকছে। যেহেতু স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোতে উৎপাদিত কনডেনসেট উৎপন্ন এবং সৌদি সিপির সঙ্গে কোনো সম্পর্ক নেই।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দেশে প্রায় ২০টি বেসরকারি প্রতিষ্ঠান বার্ষিক ১০ লাখ ২০ হাজার মেট্রিক টন গ্যাস আমদানির মাধ্যমে স্থানীয় এলপিজি বাজারের ৯৫ শতাংশের বেশি দখল করে রেখেছে যেখানে এলপি গ্যাস কোম্পানি সরবরাহ করছে মাত্র ২৫ হাজার মেট্রিক টন গ্যাস।

সৌদি সিপির ওপর ভিত্তি করে, বিইআরসি অটো গ্যাসের দামও প্রতি লিটারে ৪৮.৭১ টাকার পরিবর্তে ৫০.৫৬ টাকা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিইআরসি মো. আব্দুল জলিল এক ভার্চুয়াল ব্রিফিংয়ের মাধ্যমে এলপিজির নতুন মূল্য ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরা অনলাইনে উপস্থিত ছিলেন।

সাধারনত, সৌদি আরবের বৃহত্তম কোম্পানি আরমাকো প্রতি মাসের শেষ দিকে বাল্ক এলপিজির জন্য সিপি ঘোষণা করে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বেশিরভাগ বাংলাদেশি বেসরকারি কোম্পানিগুলোই মধ্যপ্রাচ্য থেকে বাল্ক এলপিজি সৌদি সিপি’র ভিত্তিতে আমদানি করে এবং স্থানীয়ভাবে বাজারজাত করে।

চলতি বছরের ১২ এপ্রিল হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য গণশুনানি করার পর বিইআরসি প্রথমবারের মতো খুচরা স্তরের এলপিজির দাম নির্ধারণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST