আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সুস্থ আছেন বলে জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও তার সাবেক রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
মুকুল বলেন, তিনি (তোফায়েল আহমেদ) ভালো আছেন, সুস্থ আছেন। আমার সঙ্গে কাল (শুক্রবার) রাতে এবং আজ (শনিবার) সকালে তার কথা হয়েছে।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদকে আজ (শনিবার) দুপুরে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার বাম পায়ে সমস্যা হচ্ছে। এ জন্য আজ (শনিবার) থেকে তার ফিজিওথেরাপি শুরু হচ্ছে। তিনি সকলের সঙ্গে কথাও বলছেন। সার্বিক অবস্থা বিবেচনায় তার শারিরীক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বলে তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের রাজধানী দিল্লীর মেডান্টা দ্য মেডিটিডি হাসপাতালে নেওয়া হয়।