প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার এক ম্যাচ বাদে নিজেরাই পড়ল সেই লজ্জায়। তৃতীয় টি-টোয়েন্টিতে কিউইদের ৫২ রানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজ হার এড়িয়ে ২-১ ব্যবধান করল নিউজিল্যান্ড।
মিরপুরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড৷ জবাবে টাইগাররা গুটিয়ে যায় ৭৬ রানেই। ঘরে মাঠে কখনো টি-টোয়েন্টিতে এতো কম রানে অলআউট হয়নি বাংলাদেশ। আগের রেকর্ড ছিল সর্বনিম্ন ৮৫ রানের, সেটিও ৯ উইকেটে। পাকিস্তানের বিপক্ষে। আর সবমিলিয়ে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর চাইতে কমে ৭০ রানে কিউইদের বিপক্ষেেই অলআউট হয়েছিল বাংলাদেশ। ৭৬ রানেও আরেকবার কিউইদের বিপক্ষেই অলআউট হয়েছিল মাহমুদউল্লাহরা।
এদিন জবাব দিতে নেমে জ্যাকব ডাফিকে প্রথম ওভারে দুই চার হাঁকিয়ে শুরু করেছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। পরের ওভারে প্যাটেলকে প্রথম বলেই চার হাঁকান লিটন দাস। তাতে প্রথম ২ ওভারে ১৫ রান তুলে বাংলাদেশ।
তৃতীয় ওভারে কোল ম্যাকনকিকে টানা দুই চার হাঁকান লিটন। কিন্তু পঞ্চম বলে গিয়ে পরাস্ত হন ডানহাতি ওপেনার। ১১ বলে ১৫ রান করে ফিরে যান এলবিডব্লিউ হয়ে।
চতুর্থ ওভারে প্যাটেলের জোড়া উইকেট শিকার। প্রথমে ১ রান করা মেহেদিকে তুলে নেন। এরপর সাকিব আল হাসানকে ফিরিয়ে দেন রানের খাতা খোলার আগেই। সেই ধাক্কা সামলানোর আগেই মোহাম্মদ নাঈমও একই পথের পথিক। ১৩ রান করে তিনি বোল্ড হন রাচিন রবীন্দ্রর বলে।
দশম ওভারে আবারো জোড়া উইকেট তুলে নেন প্যাটেল। ৩ রান করা মাহমুদউল্লাহকে নিকোলসের হাতে ক্যাচে পরিণত করার পর আফিফ হোসেনকে গোল্ডেন ডাকের স্বাদ দেন।
পরবর্তীতে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধতে পারেননি কেউই। দ্রুত একের পর এক উইকেট পড়লেও শেষ বেলায় মোস্তাফিজকে নিয়ে অলআউট থেকে বাঁচান মুশফিক৷ অপরাজিত থাকেন ৩৭ বলে ২০ রানে।
আর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১১ রান তুলে নিয়ে দারুণ শুরু। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া। হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল সেই চাপ সামলান দারুণভাবে। সুবাদে কিউইদের স্কোর বোর্ডে ১২৮ রানের লড়াই করার মতো পুঁজি। নিকোলস ৩৬* ও ব্লান্ডেল অপরাজিত ৩০ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সাইফুদ্দিন। এছাড়াও মোস্তাফিজ, মেহেদি ও মাহমুদউল্লাহ নেন ১ টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড ১২৮/৫(২০)
নিকোলস ৩৬*, ব্লান্ডেল ৩০*
সাইফুদ্দিন ২/২৮
বাংলাদেশ ৭৬/১০(১৯.৪)
মুশফিক ২০*, লিটন ১৫
প্যাটেল ৪/১৬
নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।