1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ: বাদ পড়লেন নারাইন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় ছয় বছর পরে দলে ফিরেছেন রবি রামপাল। কায়রন পোলার্ড কে অধিনায়ক ও নিকোলাস পুরানকে সহ অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। তবে দল থেকে বাদ পড়েছেন স্পিনার সুনীল নারাইন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সেটাই এবারও হয়েছে। চার ছক্কার পসরা সাজানোর মতো তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

যথারীতি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ওপেনার ক্রিস গেইলকে। দলে রয়েছেন ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরনের মতো বিপজ্জনক ব্যাটসম্যান।

১৫ সদস্যের মূল দলে জায়গা না হলেও দলের সঙ্গে আরব আমিরাতে যাবেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, আকিল হোসেইন। আগামী ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। সুপার ১২ এ ইংল্যান্ডের পাশাপাশি প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।

এক নজরে ওয়েস্ট ইন্ডিজ দলঃ

কাইরন পোলার্ড-(অধিনায়ক), নিকোলাস পুরান-(সহ অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, রবি রামপাল, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST