আইপিএলে আজ নিজের ২০০তম ম্যাচ খেলতে নামেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের মাইলফলকের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর হেরেছে তার দলও। প্রথম পর্বে টানা হারের পর দুবাই পর্বে কোহলিদের ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ইয়ন মর্গানরা।
সাকিবকে বসে রেখে তার জায়গায় সুনীল নারাইনকে নিয়ে আজ মাঠে নামে কলকাতা। যদিও ৪ ওভারে ২০ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি। তবে দুর্দান্ত ছিলেন আন্দ্রে রাসেল ও বরুন চক্রবর্তী। কোহলি, পাড্ডিকেলের ফেরার পর ডি ভিলিয়ার্সকে প্রথম বলেই ফেরান রাসেল। ম্যাক্সওয়েলকে ফেরান চক্রবর্তী। এতেই আর উঠে দাঁড়াতে পারেনি আরসিবি। ১৯ ওভারে মাত্র ৯২ রানে থামে তাদের ইনিংস।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিজের অভিষেক ম্যাচেই ঝড় দোলেন ভেনকাটেশ আইয়ার। অন্যদিকে দারুণ ব্যাটিং করেন শুভমান গিলও। ৮২ রানের জুটির পর গিল ৩৪ বলে ৪৮ রানে ফিরলেও ২৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৯২/১০(১৯ ওভার)
পাড্ডিকেল ২২, ভারত ১৬
রাসেল ৩/৯, চক্রবর্তী ৩/১৩
কলকাতা নাইট রাইডার্স ৯৪/১(১০ ওভার)
গিল ৪৮, আইয়ার ৪১*
চাহাল ১/২৩
কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী।