1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

মা হওয়ার এক মাসের মাথায় সিনেমায় ফিরছেন নুসরাত

  • প্রকাশিত: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫৩ পড়া হয়েছে
কাজে ফিরছেন নুসরত
অনলাইন ডেস্ক

সম্প্রতি মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান।  এরইমধ্যে আগামী মাসে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর আগামী সিনেমা ‘জয় কালী কলকাত্তেওয়ালি’তে ‘রাকা’ চরিত্রে দেখা যাবে নুসরাতকে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সিনেমার পরিচালক সুদেষ্ণা জানিয়েছেন, ‘‘নুসরাতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলাম। সন্তানকে রেখে এখন কাজ করতে পারবে কিনা বা শারীরিক ভাবে কতটা সুস্থ এই নিয়ে দ্বিধা ছিলো। কিন্তু সামনাসামনি দেখে অবাক হয়েছি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই ছিপছিপে তিনি।’’ পরিচালকের আরও দাবি, নিজের ছেলে, পেশা,সংসার সব একসাথে সামলাচ্ছেন নুসরাত।

সিনেমায় নুসরাতের বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। সোহম-নুসরাত এর আগে রবি কিনাগি পরিচালিত ‘জামাই ৪২০’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। রাজনীতির মাঠেও তাদের মিল রয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পুরো সিনেমায় আধুনিক সাজে দেখা যাবে নুসরাতকে। সেই সঙ্গে থাকবে স্নিগ্ধ সাজ।  বরাবরই সুদেষ্ণা-অভিজিতের সিনেমায় রহস্য-রোমাঞ্চ থাকে। এবারো তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন পরিচালক। এই প্রজন্মের তিন বন্ধু অনীশ, সুজয় ও মিলি কাজের অভাবে পকেটমারিতে যোগ দেবে। এর মধ্যে হঠাৎই শহরের বুক থেকে উধাও হয়ে যায় এক কালীমূর্তি। সেই ঘটনাকে ঘিরেই গল্প এগোবে। কীভাবে অনীশের জীবনে রাকা আসবে সেটাও গল্পের আরও একটি মোড়। অনীশের চরিত্রে দেখা যাবে সোহমকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST