1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

আগেই বলেছিলাম পিএসজি ছেড়ে দেব : এমবাপ্পে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৯৩ পড়া হয়েছে
ছবি : এএফপি
অনলাইন ডেস্ক

অবশেষে পিএসজি ছাড়া নিয়ে মুখ খুললেন কিলিয়ান এমবাপ্পে। সদ্য সমাপ্ত গ্রীষ্মের দলবদলে মেসি-রোনালদোর পরে এমবাপ্পেই ছিলেন আলোচনার কেন্দ্রে। রিয়াল মাদ্রিদ তাকে দলে নিতে উঠেপড়ে লেগেছিল। কিন্তু চুক্তিতে বনিবনা না হওয়ায় এমবাপ্পে পিএসজিতেই থেকে যান। মেসি-নেইমার-এমবাপ্পের সমন্বয়ে পিএসজি এখন দুর্ধর্ষ এক দল। এবার এমবাপ্পে বললেন, পিএসজিকে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন ক্লাব ছাড়তে চাওয়ার কথা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি চলে যেতে চেয়েছিলাম। কারণ, সেই মুহূর্তে আমি চুক্তির মেয়াদ বাড়াতে চাইনি। চেয়েছিলাম ক্লাব যেন দলবদলের অর্থ পায় এবং তারা মানসম্পন্ন বিকল্প আনতে পারে। এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। এখানে যে চার বছর কাটিয়েছি সবসময় আমার আনন্দে কেটেছে এবং এখনও সুখে আছি। আমি বেশ আগেই জানিয়ে দিয়েছি। এটাও বলেছিলাম যে, ক্লাব আমাকে ছাড়তে না চাইলে আমি থাকব।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

ফরাসি মিডিয়া জানিয়েছিল, চুক্তি নবায়নের জন্য পিএসজির দেওয়া ছয়-সাতটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে। তবে বিষয়টি সত্যি নয় বলে দাবি করেন ২২ বছর বয়সী এই ফুটবলার, ‘অনেকে বলেছে, আমি নতুন চুক্তির ছয় কিংবা সাতটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং আমি লিওনার্দোর (ক্রীড়া পরিচালক) সঙ্গেও কথা বলতে চাই না। যা একেবারেই সত্যি নয়। তারা আমাকে বলেছিল, কিলিয়ান তুমি এখন ক্লাব সভাপতির সঙ্গে কথা বল। আমি জুলাইয়ের শেষেই বলেছিলাম, আমি ক্লাব ছাড়তে চাই।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST