লিওনেল মেসি ক্লাব ছাড়ার পরে যেন শনির দশা চলছে কাতালান শিবিরে। তবে, চ্যাম্পিয়নস লিগে টানা দুই হারের পর ডায়নামো কিয়েভকে হারিয়ে জয়ে ফেরে বার্সেলোনা। এল ক্লাসিকোর আগে লীগেও ভ্যালেন্সিরা বিপক্ষে জয়ে স্বরুপে ফিরেছিলো কাতালান ক্লাবটি।
নিজেদের হারিয়ে খুঁজে ঘরের মাঠে এবার রিয়ালকে হারানোর হুংকার দিয়েছিলো রোনাল্ড কোম্যানও। কিন্তু, বার্সা কোচের কথা মাঠের পারফরম্যান্সে দেখা মিলল না। উল্টো, ক্যাম্প ন্যুতে গিয়েই স্বাগতিকদের হারিয়ে আসে রিয়াল মাদ্রিদ।আজ (রোববার) স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। আক্রমণ প্রতি আক্রমণে উত্তেজনা ঠাসা ম্যাচে লস ব্লাংকোসদের হয়ে গোল দুটি করেন ডেভিড আলভা ও লুকাস ভাস্কুয়েজ। বার্সেলোনা হয়ে একমাত্র গোলটি করেছেন সার্জিও আগুয়েরো।
এই নিয়ে বার্সেলোনার বিপক্ষে সবধরনের প্রতিযোগিতায় টানা চার এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ১৯৬৫ সালে কাতালানদের বিপক্ষে সব প্রতিযোগিতায় টানা এত ম্যাচ জিতেছিলো লস ব্লাংকোসরা। সেবার টানা সাত ম্যাচ জিতেছিলো রিয়াল।