আরও একটি বড় মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আফ্রিদিকে পেছনে ফেলে টি-২০ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। লঙ্কান ব্যাটসম্যান নিশাঙ্কা’কে প্যাভিলিয়নে ফিরিয়ে এই অনন্য কীর্তি গড়লেন তিনি।
এর আগে পাপুয়া নিউগিনির সাথে ম্যাচে দারুণ বোলিং শৈলী দেখিয়েছিলেন তিনি। মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে সেদিন দলকে জেতানোর পাশাপাশি আফ্রিদির সাথে যৌথভাবে ৩৯ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ছিলেন তিনি। আর নিজেদের বিশ্বকাপ মূলপর্বের প্রথম ম্যাচে সেই রেকর্ডটি করে নিলেন নিজের দখলে।
এদিন টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। ব্যাট হাতে দুই চার মেরে ৭ বলে ১০ রান করে সাকিব ফিরে গেলেও মুশফিকুর রহিম ও নাইম শেখের অনবদ্য ব্যাটিংয়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে টাইগাররা। বোলিং শৈলী দিয়ে লঙ্কানদের আটকে দেবে বলেই আশা টাইগার ক্রিকেট ভক্তদের।