1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

  • প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫৮৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল। আগামী রবিবার ফাইনালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমখি হবে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পাকিস্তানের দেওয়া ১৭৭ রান লক্ষ্য তাড়া করতে অজিদের লেগেছে ১৯ ওভার। ম্যাথু ওয়েড ১৭ বলে ৪১ ও মার্কাস স্টয়নিস ৩১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। ডেভিড ওয়ার্নার ৩০ বলে ৪৯ রান করেন। পাকিস্তানের শাদাব খান ৪টি ও শাহিন শাহ আফ্রিদি একটি উইকেট নেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান তোলে পাকিস্তান। ১০ ওভারে  ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ৩৪  বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলে ফখর জামানকে নিয়ে দলের হাল ধরেন রিজওয়ান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দ্বিতীয় উইকেটে আরো ৭২ রান যোগ করেন রিজওয়ান ও ফখর। দলীয় ১৪৩ রানের মাথায় ৫২ বলে ৬৭ রানে সাজঘরে ফিরেন রিজওয়ান। চারে নামা আসিফ আলী আউট হয়ে যান প্রথম বলেই। শোয়েব মালিক ফিরেন এক রানে। তবে ৩২ বলে অপরপাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহটাকে ১৭৬-তে নিয়ে যান ফখর।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২টি উইকেট লাভ করেন। এছাড়া প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ম্যাথু ওয়েড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST