নিজস্ব প্রতিবেদক
১০,০০০(দশ হাজার) পিস ইয়াবা ও একটি পিকআপ সহ ০১(এক) জন আটক।
ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী (বিপিএম,পিপিএম)সাহেবের বিশেষ দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাঈনুল ইসলাম(পিপিএম-বার) – এর সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এ এন এম নুরুজ্জামান এর নেতৃত্বে এসআই- মোঃ মোতাহার হোসেন(পিপিএম), এসআই- মোঃ মিজানুর রহমান, এএসআই- অভিজিৎ বড়ুয়া, এএসআই- মোঃ মাহাবুব আলম, এএসআই-মোঃ সেলিম সিরাজ ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩/১১/২০২০ ইং তারিখ ২২ঃ৩০ ঘটিকায় ফেণী মডেল থানাধীন কোর্ট বিল্ডিং সংলগ্ন মাছ বাজারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে (১).মোঃ রানা মোল্লা(৩০), পিতাঃ মোঃ আলী আকবর মোল্লা, মাতাঃ মোসা- সালমা বেগম,সাংঃ পূর্ব আগানগর (উত্তর জিঞ্জিরা বোরহানের বাড়ী), থানাঃ কেরানীগঞ্জ, জেলাঃ ঢাকাকে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ১০,০০০(দশ হাজার) পিস ইয়াবা ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
দশ হাজার পিস ইয়াবাসহ জব্দকৃত পিকআপ
এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।