1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

ভোটে অনিয়মের অভিযোগ ট্রাম্পের, খারিজ করলেন নির্বাচন কর্মকর্তারা

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৬২৩ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪

অনলাইন ডেস্ক

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মার্কিন নির্বাচন বিষয়ক নিরাপত্তা কর্মকর্তারা।

জাতীয় নিউজ ২৪

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনসংক্রান্ত মার্কিন ফেডারেল কর্মকর্তারা এরই মধ্যে বলেছেন- ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন। ট্রাম্প যে অভিযোগগুলো করেছেন, সেসব সত্য নয়।

জাতীয় নিউজ ২৪

advertisement

এক বিবৃতিতে জানানো হয়েছে, ভোটে গরমিল, ভোট বদল করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনে কোনো রকমের আপস করা হয়নি।

এদিকে গত ৩ নভেম্বরের নির্বাচনে তাকে দেওয়া ২৭ লাখ ভোট সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। যদিও নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। এমনকি জো বাইডেনকে জয়ী হিসেবে মানতেও নারাজ তিনি।

জাতীয় নিউজ ২৪

Advertisement

দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, ৪৫টি অঙ্গরাজ্যের নির্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ করেছে তারা। সেখানে বড় ধরনের কোনো জালিয়াতির কথা জানা যায়নি।

মার্কিন অঙ্গরাজ্য সরকারের নির্বাচনী কর্তৃপক্ষও সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনে বড় ধরনের কোনো জালিয়াতির প্রমাণ পায়নি তারা।
বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনী অফিসের তথ্য মেনে জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্র : বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST