1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে ইতিহাস গড়লেন নাদাল

  • প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৪২ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

টেনিসপ্রেমীদের মাঝে ছড়িয়ে থাকা টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়ে গেলেন রাফায়েল নাদাল।  দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে তিনি রীতিমতো ইতিহাস গড়ে ফেললেন। এর মাধ্যমে প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে এককে ২১টি গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

অথচ, এই স্প্যানিশ তারকা প্রথম সেটে পাত্তাই পাননি মেদভেদেভের কাছে! দ্বিতীয় সেটে ৪-১ গেমে এগিয়ে থেকেও টাইব্রেকে হেরে যান।

তখন ইতিহাস গড়ার স্বপ্নটা অনেক দূরের কিছু মনে হচ্ছিল। কিন্তু অদম্য নাদালের কাছে মনে হয় কোনো কিছুই অসম্ভব নয়! তাই খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ালেন নাদাল।  জিতে চললেন একের পর এক সেট। তৈরি হলো নতুন ইতিহাসের।

জাতীয় নিউজ ২৪

Advertisements

উফেদেরার ও জোকোভিচের সঙ্গে এতদিন সমান ২০টি করে জয়ের রেকর্ড ছিল নাদালের। উল্লেখ্য, চোটের থাবায় মাস তিনেক আগেও নাদালের মনে ক্যারিয়ার শেষের শঙ্কা জেগেছিল। কিন্তু দুর্দান্ত মনের জোরে তিনি ফিরে এসে মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ঝড় বইয়ে দিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়ে উঠলেন আরও বিধ্বংসী। শেষে তুলে ধরলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST