দক্ষিণ কোরিয়ায় একদিনে চার লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার এ খবর জানানো হয়। কোনো কোনো দেশে করোনা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি একদিনে এত সংক্রমণের খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় বুধবার একদিনেই চার লাখ ৭৪১ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছে।
চলমান মহামারীর দুই বছরে দেশটিতে এক দিনে এটাই সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড।
দৈনিক সংক্রমণ বাড়তে থাকলে সরকার দেশটিতে করোনাসংক্রান্ত বিধি-নিষেধ শিথিল রাখছে। দেশটির ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা সন ইয়াং রি বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চলমান পরিস্থিতি দেশটির জন্য ‘সর্বশেষ বৃহত্তম চ্যালেঞ্জ। ’
সম্প্রতি চীনেও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। চীনের ১৩টি শহরে লকডাউন জারি করা হয়। এতে ঘরবন্দি হয়ে পড়েছে তিন কোটি মানুষ।