1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

বাবরের ১৯৬ ও রিজওয়ানের সেঞ্চুরিতে যত নতুন বিশ্বরেকর্ড হলো

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৬৪ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউটের পর টার্গেট দাঁড়িয়ে গিয়েছিল ৫০৬ রানের। চতুর্থ ইনিংসে ব্যাটিং করে এমন রান তাড়ান চিন্তা করা ত অসম্ভবই, সেই সাথে দুদিন ব্যাটিং করে ড্র করার কল্পনাও স্বপ্নের মতোই। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই যেন পণ করে বসলেন বাবর আজম। অসাধারণ ব্যাটিং করে রেকর্ড গড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন বাবর। একই সঙ্গে লড়াইটা ছিল ম্যাচ বাঁচানোরও। ম্যাচ বাঁচিয়েছেন বটে। তবে ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি তার। একই ম্যাচে সেঞ্চুরি করেছেন রিজওয়ানও। এই দুই তারকা ব্যাটে ম্যাচ বাঁচিয়ে গড়েছেন একাধিক নতুন একাধিক বিশ্ব রেকর্ড।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বুধবার (১৬ মার্চ) করাচি টেস্টের শেষ দিনের পরিণতি হয় ড্র। তবে রাওয়ালপিণ্ডি টেস্টের মতো নিষ্প্রাণ ড্র নয়। রোমাঞ্চকর এক ড্র। ৫০৬ রানের অসম্ভব লক্ষ্য সামনে রেখে ৭ উইকেটে ৪৪৩ রান করে পাকিস্তান। তাই বাধ্য হয়েই দুই বাকি থাকতে ড্র মেনে নিতে হয় অজিদের।

বাবর-শফিকের বলের রেকর্ড
বল খেলার হিসাবে চতুর্থ ইনিংসে তৃতীয় উইকেট জুটিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন বাবর আজম ও আবদুল্লাহ শফিক। পাকিস্তানের দুই ব্যাটসম্যান ভেঙেছেন ভারতের দীপ দাসগুপ্ত ও রাহুল দ্রাবিড়ের ২০০১ সালের রেকর্ড। সেবার দ্বিতীয় উইকেটে দুজন খেলেছিলেন ৫০০ বল।

বাবর-শফিক-রিজওয়ানের জুটি বদ্ধ রেকর্ড
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বাবর দ্বিশতক হাতছাড়া করেছেন ৪ রানের জন্য, শফিক শতক পাননি ৪ রানের জন্য। রিজওয়ান অবশ্য শতক পেয়েছেন ঠিকই। তবে তিনজনের ইনিংসে একটা রেকর্ড হয়ে গেল। ম্যাচের চতুর্থ ইনিংসে কমপক্ষে তিনজন ব্যাটসম্যানের ৯০ রান পেরোনোর ঘটনা দেখা গেল মাত্র দ্বিতীয়বার। প্রথমটি হয়েছিল ১৯৩৯ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইমলেস টেস্টে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের পল গিব করেছিলেন ১২০ রান, বিল এডরিচ ২১৯ রান ও অধিনায়ক ওয়ালি হ্যামন্ড ১৪০ রান।

সবচেয়ে বেশি সময় ব্যাটিংয়ের রেকর্ড বাবরের
চতুর্থ ইনিংসে বাবর ব্যাটিং করেছেন ৬০৩ মিনিট। বিশ্বরেকর্ড না ভাঙলেও বেশ কাছাকাছি গেলেন পাকিস্তান অধিনায়ক। দীর্ঘতম ইনিংসের বিশ্ব রেকর্ডটা মাইকেল আথারটনের। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আথারটন ব্যাটিং করেছিলেন ৬৪৩ মিনিট। বাবর আজ তালিকায় দুই নম্বরে ওঠার পথে ছাড়িয়ে গেলেন দিলীপ ভেংসরকরকে। ১৯৭৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে সেবার ৫২২ মিনিট ব্যাটিং করেছিলেন ভেংসরকর।

জাতীয় নিউজ ২৪

Advertisements

৪০০+ বল খেলার রেকর্ড বাবরের
প্রথম পাকিস্তানি ও সব মিলিয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে ৪০০ বা এর বেশি বল খেললেন বাবর। টেস্ট ইতিহাসে তাঁর আগে এ কীর্তি ছিল মাইকেল আথারটন, সুনীল গাভাস্কার ও হারবার্ট সাটক্লিফের।

অধিনায়ক বাবরের রেকর্ড
৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটা পাননি বাবর। তবে চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডটা হয়ে গেছে তাঁর। ভেঙেছেন মাইকেল আথারটনের ১৮৫ রানের রেকর্ড। পাকিস্তানের কোনো ব্যাটসম্যানেরও চতুর্থ ইনিংসে এটি সর্বোচ্চ স্কোর।

তিন ফরম্যাটেই অধিনায়ক বাবরের শতকের রেকর্ড
আগের দিনই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখান। আর টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় পাকিস্তানি অধিনায়ক হিসেবেও নজির গড়েন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST