১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক চিএনায়ক আলমগীর এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়ক সায়মন সাদিক, চিত্রনায়িকা শাহনুর, চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী জিয়াসমিন ,লায়ন মীজানুর রহমান সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জন্মদিন উপলক্ষে জোটের পক্ষ থেকে র্যালি, কেক কাটা হয় এবং মানব ভোজ আয়োজন করা হয়। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকারী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম যুগ্ন-সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী তানভীন সুইটি, দীপা খন্দকার এর নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেছেন।