1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

ইউক্রেনে আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

  • প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৬৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
অনলাইন ডেস্ক

রাশিয়া আবারও ইউক্রেনে তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মস্কো জানিয়েছে, শনিবার (১৯মার্চ) ও রবিবার (২০মার্চ) সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

রুশ বাহিনী রোববার (২০মার্চ) এ কথা জানিয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গত শনিবার (১৯মার্চ) রাতে ও রবিবার (২০মার্চ) সকালে এই সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।গত সপ্তাহেও ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনঝাল’ দিয়ে হামলা চালায় রাশিয়া। দেশটির তৈরি সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশগুণ গতিতে গিয়ে ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

গতকাল শনিবার (১৯মার্চ) এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। আধুনিক প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র বিশ্বের কোনো যুদ্ধে প্রথমবার ব্যবহার করা হলো।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেগুলোকেই বলা হয়, যেগুলো শব্দের গতির চেয়ে অন্তত ৫ গুণ বা তার চেয়ে বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ছাড়াও আরও অন্তত পাঁচটি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে।
রাশিয়া তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজালের কথা প্রকাশ করে ২০১৮ সালে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  কিনজালকে ‘নিখুঁত অস্ত্র’ হিসেবে অভিহিত করেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

কিনজাল ক্ষেপণাস্ত্র বাতাসের গতির (সেকেন্ডে ৩৪৩ মিটার) চেয়ে ১০ গুণ বেশি গতিতে গিয়ে দুই হাজার কিলোমিটার বা তার বেশি দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। কিনজাল ক্ষেপণাস্ত্র এতই অত্যাধুনিক যে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এই  ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে। ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

সূত্র: সিএনএন, বিবিসি ও এএফপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST