1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

মেসিহীন পিএসজির ভরাডুবি

  • প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৭৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
অনলাইন ডেস্ক

ফ্রেঞ্চ লিগ ওয়ানে আবারও হারের স্বাদ পেল পিএসজি। রবিবার (২০মার্চ) সন্ধ্যায় মোনাকোর মাঠে ৩-০ গোলে হেরেছে মাউরোসিয়ো পচেত্তিনোর দল। ফ্লুর মতো অসুস্থতার কারণে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। তবে নেইমার-কিলিয়ান এমবাপ্পেরা পারেননি হার ঠেকাতে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এ নিয়ে লিগের শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হারল পিএসজি।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই পিএসজির রক্ষণে ভীতি ছড়ায় মোনাকো। আক্রমণে চাপ বাড়িয়ে ২৫ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ছয় গজ বক্সে পেয়ে দুর্দান্ত ব্যাকহিল ফ্লিকে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন উইসাম বেন ইয়েদের। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও ম্যাচে ফিরতে পারেনি পিএসজি।

দ্বিতীয়ার্ধের পুরোটাই মোনাকোর। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ডান দিক থেকে সতীর্থ রুবেনের পাস পেয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন জার্মান ফরোয়ার্ড কেভিন ভলান্ড। ৮৪ মিনিটে স্পট কিকে মোনাকোর হয়ে তৃতীয় গোল করেন বেন ইয়েদের।

২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল পিএসজি। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে মোনাকো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST