1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

সংস্কৃতির উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান অনন্য ও অতুলনীয়: চিত্রনায়িকা রোজিনা

  • প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪৩২ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশির দশকের খ্যাতিমান, দর্শকনন্দিত ও সাড়াজাগানো চলচ্চিত্র নায়িকা রোজিনা বলেছেন, বাঙালি সংস্কৃতির উন্নয়ন ও উত্তরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য।

জাতীয় নিউজ ২৪

Advertisements

জাতির পিতা শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উন্নয়নে এবং জীবনমান উত্তরণে অনেক কাজ করেছেন। কিন্তু তাঁর পক্ষে ধারাবাহিক উন্নয়ন সাধন সম্ভব হয়নি। ’৭৫-এর ১৫ আগস্ট তাঁর মৃত্যুর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সংস্কৃতির উন্নয়নসহ সকল উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতার আসার পর থেকে পিতা মুজিবের ধারাবাহিকতায় সংস্কৃতির উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাজ করে চলেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শিল্পীদের মূল্যায়নে অনেক কাজ করেছেন। তিনি শিল্পী ও সংস্কৃতিকর্মীদের হৃদয়ের কথা বুঝেন। বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রী শিল্পী ও সংস্কৃতির জন্য এত কিছু করেছেন, এর নজির নেই। তাই বলতে গেলে সংস্কৃতির উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান অনন্য ও অতুলনীয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে চিত্রনায়িকা রোজিনা এসব কথা বলেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে গতকাল ২৪ এপ্রিল বিকাল ৩টায় নগরীর রেডিসন ব্লু-তে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, আশির দশকের খ্যাতিমান, দর্শকনন্দিত ও সাড়াজাগানো চলচ্চিত্র নায়িকা রোজিনার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। মতবিনিময়কালে রোজিনা আরো বলেন, চট্টগ্রাম একটি সংস্কৃতিউর্বর এলাকা। আশি ও নব্বইয়ের দশকে বহু চলচ্চিত্রে অভিনয়ের কারণে চট্টগ্রাম বারবার আসতে হয়েছে। চট্টগ্রাম এবং চট্টগ্রামের সংস্কৃতি আমাকে প্রাণিত করে। চিত্রনায়িকা রোজিনা আরো বলেন, চট্টগ্রামের সংস্কৃতি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, চট্টগ্রামের মেজবান এবং চট্টগ্রামের জব্বারের বলীখেলা, এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক গান বাংলাদেশের বাইরেও অনেক খ্যাতি রয়েছে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক সি আর বিধান বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, শ্রম বিষয়ক সম্পাদক মো. কালিম শেখ, সদস্য এম এ হাশেম, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আবু হানিফ জনি প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ চিত্রনায়িকা রোজিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST