বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সময় নারায়ণগঞ্জে সহকারী কমান্ডার ও প্রখ্যাত চিত্রপরিচালক তমিজ উদ্দিন রিজভী আর নেই , ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ সন্ধ্যার পর তিনি পরলোকগমন করেছেন ।
তার মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক আলমগীর কার্যকারী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবার বর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ঢাকার রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।