1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

‘বজ্রপাতের গতিতে’ পাল্টা জবাব দেওয়া হবে : পুতিন

  • প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৭৩ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : এএফপি
অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার অভিযানে কোনো দেশ বাধা দিলে চরম পরিস্থিতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া কারও কাছ থেকে বাধা পেলে ‘বজ্রপাতের গতিতে’ তার পাল্টা জবাব দেওয়া হবে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রুশ পার্লামেন্টের উপদেষ্টা পরিষদের সভায় আজ রবিবার পুতিন এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইউক্রেনে কোনো দেশের কাছ থেকে বাধা পেলে তার জবাবে রুশ বাহিনী অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘জবাব দেওয়ার সব ধরনের অস্ত্র আমাদের কাছে আছে।…প্রয়োজনে আমরা সেগুলো ব্যবহার করব। আমি চাই, সবাই এ বিষয়ে সচেতন থাকুক।’ তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে আমরা এ বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছি।’

রুশ প্রেসিডেন্ট বারবার তার নতুন অস্ত্রের কথা বলে আসছেন। এর মধ্যে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও সারমাত ক্ষেপণাস্ত্রের কথা। এর মধ্যে চলতি মাসের শুরুর দিকে সামরাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় মস্কো। এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর আগে গতকাল মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমাদের উদ্দেশে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ‘মারাত্মক ঝুঁকি’ তৈরি হয়েছে। ‘এটা বাস্তব, আপনারা সেটাকে খাটো করে দেখতে পারেন না,’ বলেন তিনি।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সহায়তা চেয়ে আসছে কিয়েভ নেতৃত্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সেই আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটোর কয়েকটি সদস্য দেশ সেখানে অস্ত্র পাঠাচ্ছে। পশ্চিমাদের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ‘তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাস্তব’ বলে সতর্ক করেন শীর্ষ রুশ কূটনীতিক। ইউক্রেনের কারণে শান্তি আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: এএফপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST