গীতিকার কেজি মোস্তফার মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শোক প্রকাশ করেছে।
গীতিকার কেজি মোস্তফার মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক প্রকাশ। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে’ কালজয়ী গানের গীতিকবি কে জি মোস্তফা চলে গেলেন অনন্তকালের পথে। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তার মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি এম,এ,আলমগীর, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং সেই সাথে তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন।