বীর মুক্তিযোদ্ধা অভিনেতা তারিক আনামের জন্মদিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শুভেচ্ছা জানিয়েছেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দুঃসময় দুর্দিনের রাজপথের সাহসী যোদ্ধা অভিনেতা বীর মুক্তিযোদ্ধা তারিক আনাম একজন মঞ্চ ও টেলিভিশন নাট্যাভিনেতা, তিনি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি ১০ মে ১৯৫৩ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহন করেন।
আজ তাঁর জন্মদিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি এম, এ, আলমগীর সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন।