1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

ভাষণে যেসব ‘ক্লু’ দিলেন ভ্লাদিমির পুতিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৪৮২ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

রাশিয়ার বিজয় দিবসের আগে থেকেই নানা জল্পনা চলছিল।  ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ধরনের ঘোষণা দিতে পারেন বলেও গুঞ্জন চাউর হচ্ছিল। তিনি কি কোনো বিজয়ের ঘোষণা দেবেন? নাকি আগ্রাসনের তীব্রতা আরো বাড়িয়ে দেবেন? এসব নিয়েই চলছিল গুঞ্জন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

৯ মে বিজয় দিবসের বক্তব্যে এসবের কিছুই দেখা গেল না। ইউক্রেনে রুশ হামলা যে ন্যায্য ছিল, গতকালের বক্তব্যে সেটাই প্রমাণের চেষ্টা করেছেন পুতিন।

ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পশ্চিমারা রাশিয়ার কথা শুনতে চায়নি এবং তাদের ভিন্ন পরিকল্পনা ছিল। তারা ক্রিমিয়াসহ আমাদের ভূখণ্ডে অভিযান চালানোর ছক কষছিল।’

তিনি আরো অভিযোগ তুলেছেন, ন্যাটো এবং ইউক্রেন রাশিয়ার সীমান্তে ‘আমাদের জন্য অগ্রহণযোগ্য’ হুমকি সৃষ্টি করছিল।

পুতিন বলেছেন, ‘গত এক বছরে ইউরোপের অন্যান্য দেশ এবং ন্যাটোর সঙ্গে উত্তেজনা ছিল। রাশিয়া ইউরোপকে ন্যায্য সমঝোতার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু তারা আমাদের কথা শুনতে চায়নি।’

তিনি আরো বলেন, ‘কিয়েভের ওরা বলেছিল যে তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে এবং ন্যাটো আমাদের কাছাকাছি জমিগুলোর খোঁজ করতে শুরু করেছে। সেটি আমাদের দেশ এবং আমাদের সীমান্তের জন্য সুস্পষ্ট হুমকি হয়ে উঠেছিল। সব মিলিয়ে পরিস্থিতি আমাদের বলছিল, লড়াইটা করতে হবে।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

গতকাল বক্তব্যের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বর্তমানে ইউক্রেনের দনবাসে লড়াই করতে গিয়ে নিহত রুশ সেনাদের স্মরণে এই নীরবতা পালন করা হয়।

ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার নিরাপত্তার জন্য রুশ সৈন্যরা লড়াই করছে। তিনি ‘মহান বিজয়’ দিবসে প্রবীণদের অভিনন্দন জানিয়েছেন।

রুশ সেনাদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন পুতিন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যানুসারে, এক হাজার ৩৫১ রুশ সেনা নিহত হয়েছে। তবে সেটাও ছয় সপ্তাহ আগের পরিসংখ্যান। তার পর থেকে আর কোনো তথ্য দেয়নি ক্রেমলিন।

গতকালের বক্তব্যে পুতিন তার কৌশলগত বাক্যাংশ ‘বিশেষ সামরিক অভিযান’ উচ্চারণ করেননি। এমনকি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে যুদ্ধ হিসেবেও বর্ণনা করেননি তিনি। তবে তিনি পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সমান্তরালে মেলানোর চেষ্টা করেছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গতকাল মস্কোর রেড স্কয়ারে কয়েক হাজার সৈন্য কুচকাওয়াজ করেছে। তবে তা গত বছরের বিজয় দিবসের তুলনায় সংখ্যায় অনেক কম। সেনাবাহিনীর সরঞ্জামও গতকাল প্রদর্শন করা হয়েছে। সেসবও ২০২১ সালের তুলনায় কম দেখানো হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে কিছু আয়োজন বাতিল করা হয়েছে বলেও জানিয়েছে মস্কো।

ক্রেমলিন ইউক্রেনে দ্রুত বিজয় আশা করেছিল। সম্ভবত নিজেদের সৈন্য পাঠানোর কয়েক দিনের মধ্যেই এটি চেয়েছিল। তবে তা ঘটেনি।

পুতিন এরপর কী করবেন? গতকালের বক্তব্যে সে ব্যাপারে কিছু সূত্র পাওয়া যায়। তবে লড়াইটা শেষ করার ব্যাপারে তিনি কোনো ইঙ্গিতই দেননি। তার মানে, ইউক্রেনে রুশ আগ্রাসন চলমান থাকছে।

সূত্র : বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST