প্লে অফে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। কোমরের পিছনের অংশে চোট পেয়ে ছিটকে গেছেন অজি পেস তারকা প্যাট কামিন্স। বল এবং ব্যাট করতেও সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের। চিকিৎসার জন্য তিনি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের টুর্নামেন্টে তার আর খেলা হচ্ছে না।
জানা গেছে, সিডনিতে চিকিৎসা করাবেন কামিন্স। সুস্থ হতে তার দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকরা। তিনি সম্ভবত দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারবেন না। গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছন্দে ফিরেছিলেন কামিন্স। এক ওভারে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এর আগে পর পর ৪ ম্যাচে কামিন্সকে একাদশের বাইরে রেখেছিল নাইট রাইডার্স। কিন্তু ছন্দে ফিরতেই কামিন্স আক্রান্ত হলেন ইনজুরিতে। এবারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে ৭ উইকেট পেয়েছেন কামিন্স। দুর্দান্ত ব্যাট করেও দলকে একটি ম্যাচে জয় এনে দিয়েছিলেন। অংকের হিসেবে এখনও প্লেঅফের স্বপ্ন দেখা নাইটদের আরেক পেসার উমেশ যাদবও চোটে আক্রান্ত।