ইউক্রেন বলেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে লড়াইরত তাদের সেনারা রাশিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কয়েকটি দিন রুশ বাহিনীতে পাল্টা আক্রমণ করে দেশের দ্বিতীয় বৃহত্তম ওই শহরের সীমানা থেকে হটিয়ে দেয় ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেনের সেনারা একটি অস্থায়ী নীল-হলুদ রঙের সীমান্ত খুঁটির চারপাশে জড়ো হয়ে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখায়। সেনারা প্রেসিডেন্ট জেলেনস্কিকে সম্বোধন করে বলে, ‘আমরা এখানে! আমরা সীমান্তে!’
বিবিসির ইউরোপ বিষয়ক বিশ্লেষক বলছেন, এটি একটি প্রতীকী মুহূর্ত। মনোবল বৃদ্ধি করার মতো ঘটনা। কিন্তু পাল্টা আক্রমণের এই সাফল্য সত্ত্বেও, খারকিভ শহর পুরোপুরি বিপদমুক্ত নয়।
রাশিয়ার বাহিনীর গোলাগুলি হ্রাস পেলেও তা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় রবিবার রাতে বেশ কয়েকজন আহত হয়েছে।
ইউক্রেন এখনো আরো পূর্বে অবস্থিত রাশিয়ার সরবরাহ লাইনগুলোকে হুমকিতে ফেলার মতো অবস্থানে নেই। অন্যদিকে লুহানস্কসহ দনবাসের অন্যান্য অংশে ভয়ানক যুদ্ধ অব্যাহত রয়েছে।