1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

পূর্ব ইউক্রেনের সেভেরোদনেত্স্ক দখলের চেষ্টায় রাশিয়া

  • প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩১৫ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

মারিওপোল দখলে নেওয়ার পর পূর্বের দনবাসে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়ার বাহিনী। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, চার দিক থেকে সেভেরোদনেত্স্ক শহরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে রাশিয়ার সেনারা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর সেরহি হাইদাই লিখেছেন, রুশ সেনারা সফল না হলেও আবাসিক এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। গভর্নর আরো জানান, শহরটির সঙ্গে পার্শ্ববর্তী লিসচানস্কের সংযোগ স্থাপনকারী সেতুটি ধ্বংস হয়ে গেছে।

লুহানস্ক গভর্নরের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এ মুহূর্তে সেভেরোদনেত্স্ক রাশিয়ার শীর্ষ সামরিক অগ্রাধিকারগুলোর একটি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, রাশিয়া সেভেরোদনেত্স্ক আক্রমণে বিশেষ ‘টার্মিনেটর ট্যাংক’ নামিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফগান ও চেচেন যুদ্ধের পর যুদ্ধ ময়দানে থাকা ট্যাংককে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছিল বিশেষ এই ট্যাংকগুলো। তবে রণাঙ্গনে মোতায়েন টারমিনেটর ট্যাংক ১০টির বেশি নয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দনবাসের পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের সেনারা রুশ সেনাদের আক্রমণ প্রতিহত করে চলেছে।

লুহানস্ক অঞ্চলের প্রশাসনিক ভবনে পৌঁছানোর জন্যই রাশিয়ার বাহিনী ইউক্রেনের প্রতিরোধ ভাঙার চেষ্টা করছে বলে উল্লেখ করেছে ইউক্রেনের বাহিনী।

সূত্র: এএফপি, বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST