1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড গড়বেন নাদাল!

  • প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩১৫ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

রবিবার ক্যাস্পার রুডকে হারাতে পারলেই সবচেয়ে বেশি বছর বয়সে (৩৬) ফ্রেঞ্চ ওপেন টেনিস জয়ের স্বাদ পাবেন রাফায়েল নাদাল। বর্তমানে এই রেকর্ডের মালিক আরেক স্প্যানিশ খেলোয়াড় আন্দ্রেস গিমেনো। ৫০ বছর আগে ৩৪ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন তিনি। তাই আগামীকাল রুডকে হারাতে পারলেই নতুন রেকর্ড গড়বেন নাদাল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রোলাঁ গারোয় ১৪তম বারের মতো ফাইনাল খেলতে নামবেন ২১ গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস খেলোয়াড়। ১৭ বছর আগে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছিলেন নাদাল। সব মিলিয়ে ৩০তম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলবেন তিনি।

রবিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেই অবসরের ঘোষণা দিতে পারেন নাদাল। বেশ কয়েক বছর ধরে পায়ের চোট তাঁকে ভোগাচ্ছে। প্রতিদিন চোটের জায়গায় ইনজেকশন নিয়ে অবশ করে খেলছেন তিনি। এমনকি এর আগেও ব্যথা কমানোর ওষুধের সাহায্য নিয়েই অনুশীলন চালাতে বাধ্য হন রাফা। নাদালের পায়ে সঠিকভাবে রক্ত সঞ্চালন না হওয়া টিস্যু শুকিয়ে যাচ্ছে। এটা সারাতে নাদালকে অস্ত্রোপচারও করাতে হতে পারে। সে কারণেই ২১টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল দ্রুতই অবসর ঘোষণা করবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST