1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

বায়তুল মোকাররম এলাকায় মুসল্লিদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৯১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বরাখাস্ত জাতীয় মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে অংশ নিতে বায়তুল মোকাররম মসজিদসহ পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত মানুষের ঢল নামে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ শুক্রবার (১০ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করেন তারা। মাওলানা ইসহাকের নেতৃত্বে খেলাফত মজলিশ, ইসলাম ঐক্যজোট, জমিয়তে উলামায়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি ইসলামী দল প্রতিবাদ মিছিলে অংশ নেয়।

এদিকে ইসলামী দলগুলোর কর্মসূচীকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST