1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩০৭ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গুজরাটের আহমেদাবাদে ব্যবসায়ীরা শুক্রবার দোকানপাট বন্ধ রাখেন। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার ভারতের রাজধানীসহ বিভিন্ন বড় শহরে বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর রাজধানী দিল্লির জামা মসজিদের সামনে বিশাল জমায়েত থেকে অভিযুক্ত বিজেপি নেতা-নেত্রীকে গ্রেপ্তারের দাবি ওঠে। একই রকম জমায়েত হয় উত্তর প্রদেশের সাহারানপুর, কলকাতার পার্ক সার্কাসসহ ভারতের বিভিন্ন জায়গায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে কারফিউ জারি করা হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বৃহস্পতিবারই দিল্লি পুলিশ জানিয়েছিল, বিজেপির সাময়িক বরখাস্ত নেত্রী নূপুর শর্মা, বরখাস্ত নেতা নবীন জিন্দালসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাঁরা কেউ গ্রেপ্তার হননি।

প্রসঙ্গত, মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুরের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের ভেতর তো বটেই, আরব দেশসহ মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতকে। কাতারসহ একাধিক দেশের শপিং মলে ভারতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ হয়েছে। পশ্চিম এশিয়ায় যে বিপুলসংখ্যক ভারতীয় কাজ করেন, তাঁরাও কাজ হারানোর আশঙ্কায়।

গতকাল দিল্লির জামা মসজিদের শাহি ইমাম জানিয়েছেন, তাঁদের তরফে কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা জানি না এটা কারা শুরু করল। নামাজ শেষ হওয়ার পরই কয়েকজন স্লোগান দেওয়া শুরু করে। তাদের ঘিরে আরো মানুষ জড়ো হয়। পুলিশ কিছুক্ষণের মধ্যেই এলাকা ফাঁকা করে দেয়।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST