বিজেপিসহ বিরোধীদের কেউ কেউ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথিত সংখ্যালঘুপ্রীতি নিয়ে তার সমালোচনা করেন। দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড আয়োজনের উদ্বোধন করে এ ধরনের সমালোচনার চোখা জবাব দিলেন তিনি।
বিজেপির সমালোচনা করে মমতা বলেন, ‘অনেকে বলে আমি নাকি নামাজ পড়ি। আমি নামাজ পড়ি না। ইফতারে যাই। রোজা অর্থাৎ দিনভর উপবাসের পর তা ভাঙার সময়ে ওদের সঙ্গে আমি থাকি। এটা তো সর্বধর্ম সমন্বয়। এটা ধর্মীয় রীতি নয়। যেকোনো ধর্মের মানুষই এতে অংশ নিতে পারেন।’
পশ্চিমবঙ্গের বিভিন্ন হিন্দু তীর্থক্ষেত্র সংস্কারের কাজে হাত লাগিয়েছে রাজ্য সরকার। তারই মধ্যে একটি দক্ষিণেশ্বর। এখানে স্কাইওয়াক তৈরির পর এবার চালু হলো লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্প। এতে শব্দ ও ছবির মাধ্যমে দক্ষিণেশ্বরের ইতিহাস তুলে ধরা হবে দর্শকদের সামনে। ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে এ ধরনের লাইট অ্যান্ড সাউন্ড আয়োজন আছে। মুখ্যমন্ত্রী মমতা বলেন, দক্ষিণেশ্বরের মতো আন্তর্জাতিক স্থানে এই মাধ্যম চালু করে তার কৌলীন্য আরো বাড়ানো হলো।
ধর্ম নিয়ে বিজেপি নেতৃত্বের তৃণমূলের সমালোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কেউ অশান্ত করে না। যারা এসব করে, তাদের মাথায় জঞ্জাল ভর্তি। হিন্দু ধর্ম তো অনেক উদার। কিন্তু তার নামে রাজনীতি চলছে। আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। সব ধর্মকে সম্মান করি। আমি ইফতারে গেলে সমালোচনা হয়। কিন্তু যখন মন্দিরের কাজের জন্য টাকা দিই, তখন তো প্রশ্ন ওঠে না।’