1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

কার্লোস তেভেজ এখন কোচ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৯৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
কালোর্স তেভেজ। ফাইল ছবি
অনলাইন ডেস্ক

চলতি মাসের শুরুতে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ। এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছিলেন, ‘অবসর নিলাম, কারণ আমার সবচেয়ে ভক্তটাকে হারিয়ে ফেলেছি।’ বাবার মৃত্যুর পরই খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছিলেন তেভেজ। খেলা ছাড়ার তিন সপ্তাহ না যেতেই কোচের দায়িত্ব পেয়ে গেছেন এই আর্জেন্টাইন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের কোচ নিযুক্ত হয়েছেন তেভেজ। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি করেছে রোজারিও। ক্লাবটি আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে চার ম্যাচ শেষে ২৮ দলের মধ্যে ২২তম স্থানে রয়েছে।

নতুন অধ্যায় শুরু করতে যাওয়া তেভেজ বললেন, ‘আমার ভাইদের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত।’

খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার হয়ে ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তেভেজ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৬টি ম্যাচ, অংশ নিয়েছেন দুটি বিশ্বকাপেও। ২০০৬ সালে ওয়েস্টহ্যামে যোগ দিয়েছিলেন তেভেজ। এরপর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়েও। প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। খেলেছেন ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাসেও।

জাতীয় নিউজ ২৪

Advertisements

২০১৫ সালের শেষ দিকে তিনি চলে আসেন আর্জেন্টিনায়, খেলা শুরু করেন বোকা জুনিয়র্সের হয়ে। খেলোয়াড়ি জীবনে সাফল্যের পর কোচ হিসেবে তেভেজ কেমন করেন সেটাই দেখার বিষয়!

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST