1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

‘জামা খোলা’ নিয়ে বিদ্রূপ, জি৭ নেতাদের একহাত নিলেন পুতিন

  • প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৭১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মাঝেমধ্যেই ‘জামা খোলা’ অবস্থায় দেখা গেছে। তা নিয়ে জি৭ সম্মেলনে নেতারা পুতিনের সমালোচনা করেছেন। এ ঘটনায় জি৭ নেতাদের পাল্টা জবাব দিয়েছেন পুতিন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেছেন, আমি জানি না যে তারা কোমর পর্যন্ত নাকি আরো নিচে পর্যন্ত পোশাক খোলার কথা বলেছেন। তবে যা-ই হোক, তাদের জামা খুললেই জঘন্য দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে।

এর আগে পুতিনকে ‘শার্টলেস’ বলে কটাক্ষ করেছেন জি৭ নেতারা। জি৭ নেতাদের সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মশকরা করে বলেন, জি৭ নেতাদের পোশাক খুলে দেখাতে হবে যে তারা ‘পুতিনের চেয়ে বলবান’। পুরুষত্ব জাহির করতে জামা খোলার কোনো দরকার না থাকার পক্ষে কথা বলেছেন জি৭ নেতারা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে আলাপকালে বরিস জনসন প্রশ্ন তুলেছেন, আমরা কি কখনো আমাদের জ্যাকেট খুলে ফেলি? জি৭ নেতারা মশকরা করে এ-ও বলেছেন, ঘোড়ার পিঠে খালি গায়ে ঘুরে বেড়ানোর দৃশ্যটা সবচেয়ে ‘ভালো’।

অন্যদিকে পুতিন মনে করেন, বিশ্বের কিছু নেতার শুধু জামা খুললেই তাদের জঘন্য দেখাবে।

সূত্র : বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST