আমরা দুঃখ ও বেদনার সাথে জানাচ্ছি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তুখোড় ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোস চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটা বিশ মিনিটে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে মুকুল বোস এর বয়স ছিল ৬৮ বছর এবং তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক আলমগীর, সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।