1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

মেসির ভয়ে ম্যান ইউ ছাড়ছেন রোনালদো!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৬৬ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

এক মৌসুম আগেই প্রায় এক যুগ পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও দলগতভাবে মৌসুমটি ভালো না কাটায় আসছে মৌসুমে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দলগতভাবে গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি ইউনাইটেডের। সর্বশেষ ৩০ বছরের মধ্যে নিজেদের সর্বনিম্ন ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়ে লিগ শেষ করেছে তারা।

ফলস্বরূপ ২০২২-২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না ইংলিশ জায়ান্টরা, খেলতে হবে ইউরোপা লিগে।

মূলত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না বলেই ইউনাইটেড ছেড়ে যাওয়ার জন্য মনস্থির করেছেন রোনালদো। আর এর পেছনে রয়েছে সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসির প্রভাব- এমনটাই মনে করেন চেলসির সাবেক ইংলিশ ফরোয়ার্ড টনি ক্যাসকারিনো।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ইউরোপের সবচেয়ে মর্যাদার ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। তার নামের পাশে রয়েছে ১৪১ গোল। দুইয়ে থাকা লিওনেল মেসির গোল ১২৫টি। এখন চ্যাম্পিয়ন্স লিগ না খেললে রেকর্ডটি মেসি ছিনিয়ে নিতে পারেন- এই ভয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবে যেতে চান রোনালদো, এমনটাই মনে করেন টনি।

টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে টনি বলেছেন, “রোনালদো এমন একজন খেলোয়াড়, যার সবসময় একটা ইগো রয়েছে। এর বেশিরভাগই তার নিজের ব্যাপারে। তবে সে যেসব দলে খেলেছে সবগুলোই সাফল্য পেয়েছে। তাই তাকে সবসময় টিম প্লেয়ার হিসেবেই ধরা হয়।”

তিনি আরও যোগ করেন, “আমার কিছুটা সন্দেহ হয়। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোল ১৪১, মেসির ১২৫টি। সে চ্যাম্পিয়ন্স লিগ না খেলে থাকতে চায় না। কারণ সে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলদাতা হতে চায় এবং রোনালদো আসলে এভাবেই তৈরি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST