1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গুলিবিদ্ধ শিনজো আবে

  • প্রকাশিত: শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩২০ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুলি করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। দ্য জাপান টাইমসের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, পশ্চিম জাপানের নারা শহরে শিনজো আবেকে গুলি করা হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নারা শহরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ার পর লুটিয়ে পড়েন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার পর তার হার্ট অ্যাটাক হয়েছে।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় রয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের রাজধানী টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার পর কার্ডিওপালমোনারি’তে আক্রান্ত হয়েছেন।

বিবিসি বলেছে, জাপানে কোনো ব্যক্তির মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগে এই শব্দটি প্রায় সময়ই ব্যবহার করা হয়ে থাকে। শিনজো আবে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

সংবাদমাধ্যমটি বলছে, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বেশ বিরল। কারণ পূর্ব এশিয়ার এই দেশটিতে হ্যান্ডগান বা বন্দুক নিষিদ্ধ।

সূত্র : গার্ডিয়ান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST