ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ডের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে একম্যাচ হাতে রেখেই জয় তুলে নিল বাংলাদেশ।
গায়ানায় আজ দ্বিতীয় ওয়ানডেতে দারুণ বোলিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৮ রানে অল আউট করার পর মাত্র এক উইকেট হারিয়ে ২১ ওভারেই জয় তুলে নেয় তামিমবাহিনী।
এদিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক তামিম। নাসুম মিরাজের দারুণ বোলিংয়ে মাত্র ১০৮ রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা। মিরাজ ৮ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট আর নাসুম ১০ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন।
জবাবে তামিমের অপরাজিত ফিফটি (৫০*) আর লিটন দাসের অপরাজিত ৩২* রানে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। নাজমুল শান্ত করেন ২০ রান।